কি খুঁজিস?
কি অন্বষণে নিজেকে ক্রমশই বিকিয়ে দিচ্ছিস?


সমীচীন বৈধতা?
না নিরেট বাস্তবতার বস্তুনিষ্ঠ উপাদান?


ধরণীর অতল গহ্বরে যখন খোদার কৃপায় অবস্থান ছিলো,
তখন সচরাচর নিয়মেই আবিষ্কার করে নিলো তোকে।
অতঃপর পৈতৃকিতা সেখানেই স্থগিত হয়েছে তোর।


দূর হ,
পিছু না ফিরেই প্রস্থান নিশ্চিত কর্ִ।
সুখ কেনো ঠাঁই পাবে তোর অক্ষিতে,
তাই জন্মের আজন্মা অভিশাপ বক্ষে বয়ে বিদায় হ।


যার কেবলই দেবার সক্ষমতা আছে,
নিগূঢ় বিষ আর অকল্পনীয় মিছে ভাবনার অসহ্য তিক্ততা।
পিশাচী অকৃতজ্ঞরা এমনই হয়।


ও চিত্ত তবুও কি চাইবি তুই,
তোর অনাগত যত স্বপ্নের ক্ষুদ্রভাবে বাঁচার সামান্যতমও প্রয়াসটুকু?


সেতো সমাজে যাপন করে চকচকা মুখোশের অন্তরালে,
প্রকৃত'তো সে নিষ্ঠুরতম এক জানোয়ারের আস্ত পিন্ডখন্ড।
পিশাচী অকৃতজ্ঞরা এমনই হয়।


ও চিত্ত তবুও কি চাইবি তুই,
তোর অনাগত যত স্বপ্নের ক্ষুদ্রভাবে বাঁচার সামান্যতমও প্রয়াসটুকু?


চাসনে তুই চাসনে,
সে স্বৈরাচারী পিতা।
ফিরে যা তুই ফিরে যা,
সে যে জনক নামের ভয়ংকর এক প্রেতাত্মা।
▪     ▪     ▪


রচনাকাল…
2014·May·21
শিকল ঘাট ব্রীজ, রামু, কক্ִসবাজার।
12·50·AM