দূর দ্বীপবাসী কোন পথিক আমি,
আত্মঘাতিমূলক আমার নিশ্চুপ নির্বাসন।
যদিও আড়ালে পৌঁছেছে পরাজয়ে,
আমার অর্থহীন থমথমে অভিমান।


আমি স্ব-শরীরে গিয়েছি নির্জনতায়,
সাক্ষ্য হতে নীরবের মহাকালের।
গহীন গভীর নিদারুণ অরণ্যের বক্ষ চিড়ে।


আচমকা চলে যায় আদি ও অন্তে,
চলে যেতে হয় দিগন্তহীনে।


বিষাদের সিন্ধু তীর ধরে,
বসতী স্থাপন করে নেয় চিত্ত।
তাই সেভাবেই ফেরারী হই,
পাঁজরে বয়ে অসীম নীল।


আজ রজনীর সমুদ্র যাত্রায়
আবারও ভূমিষ্ঠ হয়ে,
ফিরে এলাম সেই পুরোনো নগরীতে।


পরিযায়ী কোন পৃষ্ঠাতে
ফের ফিরে যাবো হয়ত,
ইতিহাস হতে নতুন অবয়বে।
▪     ▪     ▪


রচনাকাল…
2014·April·27
হিমছড়ি, কক্ִসবাজার।
08·30 PM