পুণঃ জাগ্রত করেছি বিলুপ্ত কামনার নীলচে প্রদীপ,
কালের স্রোতে কেবল এখন প্রতীক্ষা তরুণীর নির্মোহ আক্রোশ দর্শনের


বিরতিহীন একশত সাতচল্লিশ বছর অতৃপ্তের অনলে ভস্ম হয়েছে আমার,
অতঃপর এক অলস অপরাহ্নে আচমকা তরুণী এসে দিগন্ত রাঙালো


কিন্তু আক্রোশের বিন্দু ফোঁটাও আনেনি সে,
এনেছে হৃদয় পূর্ণ অজস্র নীল বৃষ্টির গল্প


তখন থেকে আজও অবধি আমি নিশ্চুপ এক বন্দি,
ঐ বৃষ্টি ঝরা নীলচে প্রেমের ব্যাসার্ধহীন ফ্রেমে


সেই খসে পড়া কোন নক্ষত্রের মত,
হঠাৎ থেমে যাওয়া প্রহরগুলোর নাম দিয়েছিলাম-
বৃষ্টি চিহ্নিত ভালোবাসা।
▪     ▪     ▪


রচনাকাল…
2014·June·22
খরুলিয়া, কক্ִসবাজার।
06·30·pm