মুছে যাওয়া এক টুকরো প্রেম এসেছে ঐ কংক্রিটের আবরণে মুড়ানো জীর্ণশীর্ণ দেয়ালের ওপারে -


প্রেয়সী,
অবরুদ্ধ মননের অভ্যন্তরে দিওনা বিধ্বংসি দৃষ্টি তোমার -


সংকুচিত হৃৎপিন্ড আমি আর মেলতে চাইনা কখনোই,
ডুবাতে চাইনা কোন আগন্তুকের অজানা মৌহে -


যদি বৃষ্টি ফোঁটার আদলে কোন সুখের আখড়া থেকে থাকে তো আমি সেটিই সাদরে গ্রহন করবো, তোমাকে নয় -


অবলা দৃষ্টি চাইবে পোড়াতে সব'টা অস্পর্শী প্রেমের মোহনা,
তাই তুমি নিক্ষেপ করোনা বালিকা তোমার ঐ মন পুড়ে যাওয়া দৃষ্টি -


তুমি ওপারেই থাকো
এপারেই আমার বসবাস


মিথ্যের খোলসে আমি ঢুকবোনা আর
আশ্রীত হবোনা কোন বিটপীর অদৃশ্য ছায়াতলে


আমি দূরন্ত পথিক -
আমি এই নির্জন পথের একলা মহীরূহ -
একাই থাকবো এ পথে -
...


রচনাকাল …
২৬-০৬-২০১৩
১২ am