তবে আকাশ দেখি চলো
মনে মন রেখে
ঝাপটা চুলের দুলনীতে
কল্পলোকের চোখে


তবে জ্যোৎস্না দেখি চলো
পিঠে পিঠ রেখে
দিগন্ত সাজিয়ে ঐ
নীল নীলাভ দেখে


তবে হৃদয় দেখি চলো
হাতে হাত রেখে
বিনিদ্র বিরাত পথেয় মোদের
প্রেমের আবির মেখে


তবে কামনা দেখি চলো
প্রেমে প্রেম রেখে
অঝোর নিশি উদযাপনে
তৃপ্তিতে মন ঢেকে


তবে প্রভাত দেখি চলো
মোহে মোহ রেখে
শিশির ভেজা দূর্বাতে
স্পর্শী ছোঁয়া এঁকে


তবে জীবন দেখি চলো
চাহনীই চাহনী রেখে
সৃষ্টি সুখের উল্লাসে
ভালোবাসার সুপ্ত সরু বাঁকে
▪     ▪     ▪


রচনাকাল…
2014·Jun·25
খরুলিয়া, কক্ִসবাজার।
02·30·am