বিদায়ের হুইসেল বাঁজে,
দূর্দান্ত সময়ের পথ ধরে।


মনন তুমি সংকুচিত হও,
নিষ্ঠুরতার নির্মম স্রোতে।


হৃদয় তুমি অবলীলায় বেরিয়ে যাও,
আবেগের মলিন খোলস ছিড়ে।


মোহ তুমি অদৃশ্যে মিশে যাও,
দিগন্তের ওপারের অসীম অজানায়।


বিস্মৃতি তুমি আরও সরে যাও,
পুড়া ইতিহাসের অতল গহীনে।


অশ্রু তুমি নীরবে ঝরে যাও,
ধরণীর প্রতিটি কষ্টের পরতে পরতে।


জীবন তুমি নিস্তব্ধে কেটে যাও,
নির্জন রক্ত নদীর অপার মোহনায়।


মহাকাল তুমি গুটিয়ে যাও,
নির্লিপ্ত কালের ভাঁজে ভাঁজে।


আকাশ তুমি নির্দ্বিধায় ফেটে যাও,
জমিনের অব্যক্ত মিনতির আঘাতে।


পৃথিবী তুমি অকাতরে নিভিয়ে দাও,
মহীরূহ নামের একটি বিকল প্রদীপকে।
▪     ▪     ▪


রচনাকাল…
2014·Jun·27
খরুলিয়া, কক্ִসবাজার।
01·30·pm