দুপুর দেখলেই আমার গা শিউরে উঠে।


নিরুত্তাপ সূর্যের  অগ্নি রশ্মি ছুঁয়ে,
তুমি সহসাই ভেসে যাও পোড়া দৃষ্টির সীমান্তে।


বঙ্গোপসাগরে উৎফুল্ল বাষ্পপুঞ্জি উঠে তখন,
পর পরেই হৃৎপিন্ডে নেমে আসে বিষদগ্ধ কবিতার শব্দমালা।


নিঃসঙ্গতা ভেঙ্গে জড়ো হয় একাকীত্বের নির্জন পর্বত,
আবার কখনোবা জন্ম হয় মৌণতার নিরেট নিশ্চুপতা।


হ্যাঁ রোদ্রীতি,
আমার ঊর্মিমালী নগরের দিনগুলো এভাবেই কেটে গেছে,
যার প্রলয়ি ঢেউতে এখনও জমা আছে অজস্র নীল বিষাদ।


শতাব্দির বুকে আজ জমে গেছে মহাকাল,
তুমি মিশে গেছো গহীন ইতিহাসের আবছা গর্ভে।


সিংহল ওই সিন্ধু চিড়ে আমিও আসবো সেই তেপান্তরে,
রোদ্রীতি, তুমি ঐ বিষণ্ণ দুপুরে প্রতীক্ষায় থেকো।
▪     ▪     ▪


রচনাকাল…
2014·May·14
মাষ্টারদা সূর্যসেন হল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
02·00·pm