অনির্দিষ্ট দূরত্বের ক্রমবর্ধমান পরিধি ছিড়ে,
বিরাতের গহীন গর্ভ থেকে সে খসে পড়লো আচমকা।


নিসর্গের নিত্য উপদানগুলোও তার ভূমিষ্ঠের সদ্য সাক্ষী,
অর্ধচন্দ্রের নির্মল ওই সূধাও তার দৃশ্যত হবার কথা বলে।


তারপর অজানা কোন নিগূঢ় অভেদ রহস্যে,
ফের সে অন্তিম সাঁজে হারিয়ে গেলো নির্দ্বিধায়।


সেই থেকে আমার আর কোন রাত্রি আসেনি অক্ষিতে।
▪     ▪     ▪


রচনাকাল…
2014·May·13
টাইগারপাস, চট্টগ্রাম।
02·30·am