উন্মুক্ত বাতাসে মাতাল করা তোমার গন্ধ ভাসছে,
এলোকেশির উদাসী চলাচল যেন তুমি ঝমঝম করে হেঁটে যাচ্ছো।
সহস্রাধিক প্রত্যাশা জিইয়ে আজ অনেকটা আমি তোমার সন্নিকটে,
তীব্র থেকে অতি তীব্রত হচ্ছে তাই তোমার সরব উপস্থিতির অস্তিত্ব।
কখনো তোমায় ছুঁয়ে দেখিনি আমি খুব করে,
তবুও স্পষ্ট আমার অনুভূত হচ্ছে তোমার সংস্পর্শতা।
জানি দিগন্ত নিশ্চয় ধারণ করে আছে তোমায় অতীব সঙ্গোপনে,
নিসর্গের নিস্তব্ধ ধুম্রজাল চূর্ণে যদিও তোমায় সদৃশ্য করেছি আমি আমাতে।
আমার অপরিমেয় নিশ্ছিদ্র প্রেমের পরিসীমায় তুমি বড্ড অসহায় প্রিয়তমা,
কত ক্রোশ অদূর অজানায় তোমার বসবাস তা আমার চিত্ত পসরায় চিত্রিত।
আমার নিত্য নির্ঘুম রজনীর সাথে অত্র প্রহরগুলোর কোন মিল নেই,
কিছুটা নৈকট্য লাভ ও অনেকটা নিবৃত হাহাকার মিশ্রীত এই রাতগুলো শুধু তোমার তরেই উৎসর্গ করলাম।