শব্দ শুনি শব্দ,
প্রকঁম্পিত এক শব্দ।
তরবারী ভাঙ্গার শব্দ,
ইস্পাত কঠিন ধ্বংসের শব্দ।
খন্ডে বিখন্ডে পরিণত হওয়ার শব্দ।
সভ্যতার আধুনিক রূপকারী যত অস্ত্র,
আমি ভাঙ্গার শব্দ শুনি শব্দ।
এক বিকট বিনাশের বিচূর্ণতার শব্দ।
সর্পের জিহ্বার কটু বিষ ঝরার শব্দ।
কিংবা পেঁচার চাহনীতে মাংস চিলার শব্দ।
আমি শব্দ শুনি প্রচ্ছন্ন বর্ত্মার,
আমি শব্দ শুনি মৃত ল্যাম্পপোষ্টের নীরবতার।
শব্দ শুনি দূর বিমর্ষ কুহেলিকার,
শব্দ শুনি বিপন্ন নগরের নিদারুণ বিবর্ণতার।
শব্দ শুনি আমি বিরাতের বিষন্ন ব্যকুলতার,
শব্দ শুনি আমি মধ্যাহ্নের হাহাকারী আকুলতার।
শব্দ শুনি শব্দ,
নিশ্চিহ্ন আর বিলুপ্তির অঝোর শব্দ।
শব্দ শুনি তুচ্ছ তাচ্ছিল্য করা মহাকালের,
শব্দ শুনি অপরাধীর বিমূর্ত ধৃষ্ঠ গর্জনের।
আমি শব্দ শুনি মহামারী আর দূর্ভিক্ষের প্রলয়ের,
আমি শব্দ শুনি উন্মুক্ত পাপিষ্ঠতা পতীতালয়ের।
শব্দ শুনি আমি হায়েনার চোখে স্বপ্ন বুনার,
শব্দ শুনি আমি নরপশুর খাদক অবলা ধর্ষীতার করুণার।
শব্দ শুনি আমি শব্দ,
চূড়ান্ত মৃত্যু গড়িয়ে আসার শব্দ।


ধ্বংস দেখি আমি ধ্বংস,
সমূলে হয়েছে বিনাশ অভিশপ্ত সব বংশ।
ফের দেখি আমি হয়েছে জড়ো সব গেয়ে আত্মার যত গান,
বিচারালয়ে বিধাতার মুখোমুখি আরাফাত ময়দান।
▪     ▪     ▪


রচনাকাল…
2014·Aug·29
খরুলিয়া, কক্ִসবাজার।
02·00·am