অথচ সমাজ ও আশ্রীত সময়ের কণ্ঠস্বর ভুলিয়েছে তোমায়,
কালের বিবর্তনে চাপা পড়া যত সব ট্রাজেডির হাহাকার।
তাই আজ তুমি নগ্নতায় আচ্ছাদিত হয়ে মহা ইবলিশের হাত ধরে,
সভ্যতার অশ্লীল মিছিলে স্লোগান ধরে দূষিত করো বাস্তবতাকে।
তুমি অচেনা পথে চেনা পথিকের ন্যায় পথ চলো আপনায়,
বিদ্ধস্ত সমাজের চোরা অলিগলি পথ বেয়ে সরিসৃপের মত নিঃশব্দে।
সে পথ'তো একদিন ফুরাবেই নিরীহের জ্বলসানো নিঃশ্বাসে,
সেদিন ধরণীর রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাবে বিজয়ের দামামা।
তোমার অনাবিষ্কৃত গন্তব্যে তুমি গড়ে নেবে যাপন,
যেথায় প্রস্তুত রবে তোমার আবিষ্কৃত সব কর্মের চূড়ান্ত ফলাফল।
ঐ মিছিলের আওয়াজ সেদিন ছুঁবেনা তোমার কর্ণ,
সেদিন যাবেনা তোমার সান্নিধ্যে অমৃত ঐ সঙ্গীরা।
নির্বাসিত হবে  তুমি যুগ থেকে যুগান্তরের আবহে,
ন্যায় নিষ্ঠ বারুদের নিরেট নিশ্ছিদ্র কারাগারে।
অপেক্ষায় সেদিনের,
সুদূর প্রতীক্ষায়…
▪     ▪     ▪
(দ্রষ্টব্যঃ কবিতাটি রাষ্ট্র ও রাজনৈতিক একজন সর্বোচ্চ পদস্থ ব্যক্তিকে উদ্দেশ্য করে লিখা।)


রচনাকাল…
বাজারঘাটা, কক্ִসবাজার।
2014·Jul·07_03·019·am.