আমার কাব্য থেকে ঝরে পড়ে,
বিচ্ছিন্ন শব্দের পাহাড়;
তোমার নুপুর থেকে বার্তা আসে,
উদাসী ক্ষণ আগমনের।
প্যারিসের পুরোনো সভ্যতাও বিলুপ্ত ওখানে,
যেখানে স্বয়ং নিশ্চিহ্ন প্রেমিকার দেহাবশেষ।
অতঃপর প্রেমিকার নাম থেকে উঠে আসে,
সেই দগ্ধিত শব্দের বিকৃত বাক্যমালা।
সে এক সু-দীর্ঘ সুদূর প্রতীক্ষার,
নিরন্তর যাত্রা দৃষ্টির অন্তরায়;
যা বেইজিং হয়ে হংকং থেকে,
আগ্রার তাজমহল অবধি।
পিরামিডের নিশ্ছিদ্র নিদ্রায় আচ্ছন্ন,
অক্ষত অস্পর্শী মমির পাঁজর ছুঁয়ে এসেও;
প্রলয় উঠেনি মিশরিয় বিচূর্ণ ইতিহাসের,
প্রেমাক্ষরের জীর্ণ হৃৎপিন্ডে।
এভাবেই সহস্রাধিক শতাব্দি,
ঘুর্ণায়ন হলো কালের আবর্তনে;
ক্রমে ক্রমে সব লেপ্টে গেছে যা,
নিদারুণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনে।
নীল নদের পিঠে নাবিকের অভিরাম যাত্রায়,
দুপুরের খরতাপ ঢলে পড়ে;
শুষ্কতার রশ্মি বেয়ে নেমে আসে,
পালাবদলের আলৌকিক সংজ্ঞা।
▪     ▪     ▪


রচনাকাল…
2014·Sep·12_02·30·pm