আমি বিলাপ শুনি শূণ্যে,
নিস্তব্ধ চিৎকারের করুণ বিলাপ।
সভ্যতার নগ্ন মিছিলে ভেসে গেছে যেসব,
অযান্ত্রিক অবলা প্রাণ অদূরে।
জুলুমের বিষাক্ত ছোবলে বিষদগ্ধ এই বাতাসে,
আমি ক্রমশই শুনতে পাই নিশ্চুপ নগরীর বিলাপ।
বিদীর্ণ চিত্তমালায় হুহু করে পড়ে যায় ক্রন্দনের রোল,
বিচ্ছিন্নতার প্রলাপের সুরে ফের জেগে উঠে বিস্মৃতি।
আধুনিকতার হেয়ালিপনায় সদ্য গোলক চিড়ে চলে যায়,
অজস্র অগণন মিথ্যার খোলস আবৃত  চকচকে দিনকাল।
আমি বিলাপ শ্রবণে অভ্যস্ত,
নিষ্পাপ চেতনার নিরীহ বিলাপ।
একদিন এসব হিংস্র অধ্যায় বিলুপ্ত হবে,
নিশ্চিহ্নতায় গলে যাবে নিষ্ঠুর এই সংসার।
তখন সম্রাজ্য থেকে সম্রাজ্য দামামা বাঁজবে,
বিজয়ের তালিকায় শীর্ষ হবে সেসব বিদেহী আত্মারা।
তাইতো আজও আমি নীরবে কান পেতে রই নিশ্চুপে,
বিলাপমূখর অসহায় প্রলাপের বাতাবরণে।
শূণ্যে আমি অবলার চিৎকার শুনি,
রণাঙ্গনে যাবার দৃঢ় প্রত্যাশায়।


(দাড়িওয়ালা মহীরূহ)
▪     ▪     ▪


রচনাকাল…
টাইগারপাস, চট্টগ্রাম।
2014·May·05_02·20·রাত্রি।