অতঃপর সভ্যতার দুয়ারের সন্ধ্যা নামে,
দিগন্তের নিয়মে তমসার রাজত্ব বেড়ে বিরাত হয়।
শহরের সমস্ত সোডিয়াম আলো জ্বলে উঠে,
নগরীর পথে প্রান্তরে রচিত হয় মানবের ইতিহাস।
সে ইতিহাস কিছু রঙিন আবার কিছু বিবর্ণ,
কারও ঐশ্বর্যে আর কারো ক্রন্দনে ঘনীত হয় রজনী।
সেভাবেই কেটে যায় মানবের দিগন্তের বসবাস,
নিত্যনৈমত্যিক হাহাকারে অবলার কিনারায় ফের ফিরে আসে রাত্রিমালা।
হিংস্রতার অন্তরালে ঘটে যায় ধরণীর বিবর্তন,
তবুও মানবের পদাচারণার পদচ্ছাপ থেকে যায় অনাগত চিত্রপটে।


'দাড়িওয়ালা মহীরূহ'