কত, কতদিন পর দেখা আজ তোমার সাথে …


মনে হাজারও ছুটে চলা প্রশ্নের ঝুড়ি নিয়ে তোমার সামনে যাবো তবে ঠিক বুঝে উঠতে পারছিনা কিভাবে যাবো …
যেভাবেই হোক যাবই -


কথা ছিলো নীল শাড়ি পড়ার জন্য …
জানিনা তুমি পড়েছো কিনা,
তবুও বোধহয় তুমি পড়বে এবং তা সে শুধু এই আমার জন্য -


আজ জোস্ִনা নামবে,
শশী তার কিরণ ফোঁটা অবলীলায় ঝরাবে ধরার দেহে -
প্রেমের অনলে হাজারও বছর জ্বলেছি …
আজ না হয় ঐ নেমে আসা তীব্র ভালবাসার জোস্ִনাধারায় প্রাণভরে ভিজবো দু'জন -


তুমি অপার মায়ায় জোস্ִনা স্নানে চুপসে টইটুম্বুর হয়ে যাবে …
মনে হবে যেন কোন উপচে পড়া ঠাসা রসের টসটসে ফল -
আমি নির্লজ্জ হয়ে মুগ্ধতার দৃষ্টিতে অপলকে চেয়ে রবো,
তোমার ঐ দেহতে খুব করে লেগে থাকা জোস্ִনা ফোঁটার ছলছল ধারা -


হ্যাঁ, আজ আমি তোমায় নিয়ে ভেবেই বিভোর …


কবে যে তোমার সামনে পৌছঁব,
কখন যে জোস্ִনাধারার অসীম স্রোতে খুব করে তোমায় ধরে প্রেমের জোয়ারে ভাসবো …
এই প্রতীক্ষা যেন আমার কাটেইনা -


উফফ্ִ ভুলেই গিয়েছিলাম …
তোমার অসম্ভব প্রিয় বর্ষার বৃষ্টি ভেজা কদম ফুল আর আমার খুব ভালোলাগা নীল গোলাপ নিতে -


আজ কদম আর গোলাপ মুঠো হাতে ধরা হবে …
এক সুতোয় গাথাঁ হবে শুভ্রতা,
আর সুঘ্রাণ ছড়ানো হবে দু'টি বহু প্রতীক্ষিত হৃদয়ে ---
...


রচনাকাল …
২৪-০৬-২০১৩
১:৪০ am