চিত্ত নিমলিত হয়ে বরাবরই কেনো পরাজিত হই আমি বারবার তোর নীড়ে,
সেকি তবে এই আমার নির্লজ্জ অপরাধ ?
তোর নিস্তব্ধ নীরবতা অনর্থ নিশ্চুপতা,
আমায় খুঁচিয়ে বিক্ষত করে অবিরাম।
স্বল্প প্রলাপেই তবে কি আমি পৌঁছেছি কোন ভুল দ্বারে?
মৌণতায় বিভোর হয়ে খুঁজেফেরে মনন এসব আগত প্রশ্নের উত্তর।
আমি চাচ্ছিনা আমায় ভালোবাসতেই হবে খুব করে,
আমি বলছিনা আমায় অনেকটা জড়িয়ে নিতে হবে।
আমি কি কেবল অতটুকু পাইনা দু'চোখ ভরে তোকে,
কিংবা তোর অসংজ্ঞায়িত যত মায়ার ক্ষুদ্র পরিমাণ আবেশের স্পর্শও?
আমি কি পারিনা চাইতে কোন অভুক্ত পিড়ীত ভালোবাসার কাঙ্গাল হয়ে,
তোর তীব্র চাহনীর প্রেম শিখার জ্বলসানো প্রখরতা?
আমি কি পারিনা বলতে অব্যক্ত যত আলাপনের শেষ বাক্যটুকুও,
যে বাক্যে নিহিত থাকে অতৃপ্তের অস্পর্শী সব মোহমালা।


তবে ফের বলছি আমি শোন,
তোর হিংস্র নীরবতা আমায় ফেরারি করে।
▪     ▪     ▪


রচনাকাল…
অপরাজিতা, বাহারছড়া, কক্ִসবাজার।
2014·Jun·11_09·55·রাত্রি।