রাত্রির গাঢ় আঁধার বেয়ে নেমে আসে,
হারানোর বিবর্ণ সুর ঝংকার।
বিস্মৃতির জানলায় উৎসুক অতীতেরা প্রতীক্ষায়,
কখন নির্জনে লুকায়িত হবে ছুটে চলা মহাকাল।
বিলুপ্তির দীর্ঘ অনিশ্চিত পথে আবার বেরিয়ে পড়বো,
ইতিহাস বিদীর্ণে যাযাবরের খোলসে আবৃত হবো ফের।
চিত্তের অনন্ত পসরায় সব সবই অচিন হবে তখন এই ধরার,
জ্বলসানো মননের ভিতর বাহির বদলে যাবে ভিন্ন যাত্রায়।
ক্রন্দিত অবিরাম ক্ষণের পৃষ্ঠাগুলো বেওয়ারিশ লাশ হবে,
সময়ের ভাঁজে কালের পরিক্রমায় নিশ্চিহ্ন হবো আমিও।
অজানার কোন এক নতুন ক্ষৌণীতে হয়ত আবার আসিব ফিরে,
নিঃশব্দে তবে ততক্ষণ অবধি এঁকে যায় বিলুপ্তির সম্পাদ্য।
▪     ▪     ▪


রচনাকাল…
বালুচর, সমুদ্র সৈকত, লাবণী, কক্ִসবাজার।
2014·Mar·1.7_01·40·রাত্রি।