ভুক্তাবশেষ অংশতে আমি শক্তি সঞ্চার করবো,
ডাষ্টবিন হয়ে পরিত্যক্তের স্তুপে বসে আহরণ করে।
শীর্ণজীর্ণ জামাতে আমি আচ্ছাদিত হবো,
ঐ সোডিয়াম ল্যাম্পপোষ্টের ধুলোয় নিদ্রা যাবো।
কিন্তু দোহায় সদ্য খোদার দিসনা আমায় ডাক,
তোদের ন্যায় বিসর্জীত কটু চিত্তের মুখোশ ঢাকা স্বরে।
দু'পা ওয়ালা মানুষরূপী কুকুরের চেয়ে,
অনাহারী ঐ মোড়ের কঙ্কালসার প্রকৃত কুকুর বেশ আমাতে।
চকচকা অর্থের অবিবেক বিচারের মানদন্ডের থেকে,
সদা তৃষ্ণার্ত ঐ অভোগ জন্তুগুলো চুড়ান্তই শ্রেয়।
অমানুষত্বের কঠিন কঠোর দাসত্বের শিকল হতে,
নীরিহ এই পশুর বেষ্টনি প্রাচীরে যাপন যথাযথ তৃপ্তিময়।
আমি বিদ্রোহী রণতরী চলি দূরন্ত দূর্বার অসীমে,
তাই আমি বিষ আমি অধম আমি চির দ্বীপান্তর এই সমাজের পূবো হতে পশ্চিমে।


রচনাকাল…
খরুলিয়া, কক্ִসবাজার।
2014·Oct·22_02·00 দুপুর।