ক্ষুধার্ত ভিখারীর কাছে,
বলো কি চাইতে এসেছো?
রসদহীন বিবস্ত্র কাঙ্গাল কেবল বুঝে,
নিদারুণ ভূখের নির্মোহ জ্বালা।


তুমি কি প্রেম খুঁজতে এসেছো আমাতে?
তোমার নিরুত্তর নিশ্চুপতা কি তাই সাক্ষী দেয়না?
যদি তাই-ই হয় তবে,
এটি বিস্তৃত বঙ্গোপ সিন্ধুতে,
সুপেয় জল অন্বেষণ করার মত।


যাও,
মিথ্যে চকচকা খোলসে আবৃত মোহের কাছে ফিরে যাও,
এই দূর্গম পথে নির্বাসিত যারা,
তারা আর বোধের সম্রাজ্যে ফিরে আসেনা।


পারলে এই অনাথ কে এক হস্ত মাপ চাঁদর,
আর এক মুষ্ট অন্ন দিয়ে যেও।


হিংস্রতা আর অমানবিক তাচ্ছিল্যতার কপাট চিড়ে,
বুঝতে শেখো অগ্নি স্বরূপ বাস্তবতা কাকে বলে।


বিদায়…


রচনাকাল -
খরুলিয়া, কক্ִসবাজার।
2014·Oct·14_02·50·রাত্রি।