কী অশালীন কটু প্রত্যাবর্তন,
অথচ এই বিদঘুটে সমাজ দেয় স্বীকৃতি।
কচ্ছপের শক্ত আস্তরণে লুকিয়ে থাকে সেসব ঘৃণ্যতা,
সময়ের পরিক্রমায় যা ঠিকই বেরিয়ে আসে লোকারণ্যে।
যেসব আদি সভ্যতার অপসংস্কৃতি মানবকুল মাড়িয়ে দিয়েছিলো,
সেসব বিকৃত নগ্নতার প্রেতাত্মার বহর ফের পুণঃজাগ্রত ক্রমশই।
একদা সমাজপতির নিকটে স্মরণাপন্ন হলাম,
পাশবিক আধুনিকায়নের ধ্বংসস্তুপ দেখাতে।
কিন্তু অযাচিত অভিযোগে আমায় নিশ্চিহ্ন করলো তারা,
পরিশেষে আগ্নেয় মস্তিষ্কে ঘটালাম নির্মম এক ঐতিহাসিক হত্যাযজ্ঞ।
তাই আজও অবধি আমি সমাজ থেকে,
বহিষ্কৃত, নির্বাসিত।


রচনাকাল -
মেরংলোয়া, রামু, কক্ִসবাজার।
2014·Aug·08_02·25·দিবা।