সেদিন তোমার চোখের চাহনী বিস্ময়ে পড়েছি,
এক বার, দুই বার, তিন বার এভাবেই অগণন।
যখন সমস্ত সত্ত্বা দিয়ে খুব করে পড়তে চেয়েছি,
তখনই তুমি লালাভ আগ্নেয়গিরিতে পরিণত হয়েছো।
অতঃপর নিঃশব্দে আমি ভষ্ম কুড়িয়েছি অতৃপ্তের যাতনায়,
যেথায়, হৃদয় খুঁজিতে বেড়ায় অস্পর্শীতমার স্পর্শ।
মহাকালের সব'কটি সোডিয়াম জ্বেলে বিরাত আসে আমাতে,
তবুও তোমার অলংকৃত ইতিহাস ঘোর তমসায় রয়ে যায় ।
নিশ্চিহ্নের অতল গভীর গহ্বরে আমি যাদুঘর বেঁধেছি,
অপরিমেয় দূরত্বের দুটো অশনাক্ত হৃদয়ের ছাউনীতে।
বিস্মৃতির অচল রশ্মিতে গড়ে উঠা সে যাদুঘরের প্রান্তরে,
এখনো তুমি ফিরবে বলে, প্রদীপ জ্বেলে রেখেছি অক্ষত।
নতুবা, আমি ফিরবো অবশ্যম্ভাবী ঐ চূড়ান্ত গন্তব্যে অভয়ে,
না হয় রু,
তুমি ফিরবে আমার সেই গন্তব্যের পথে, আমায় এগিয়ে নিতে।
ফেরার যে আজ বড্ড প্রয়োজন…


রচনাকাল -
অ্যালবাট্রস রিসোর্ট, হোটেল মোটেল জোন,
গেষ্ট হাউস, লাইট হাউস, কক্ִসবাজার।
2014.Nov.09_11.40.রজনী।