বিনিদ্র কোন এক উদভ্রান্ত রাত্রির শেষে,
তুমি সম্মুখে এসে দাঁড়ালে স্বয়ং।
সমূহ কবিতার বক্ষের কতটুক গভীরে তোমার অমৃত অবস্থান,
অক্ষত দৃষ্টিতে নামছে সে প্রশ্নের  অঝোর বর্ষণ।
দিব্যি মিশে গেলে ডায়রীর অর্থহীন লিখনীর ভাঁজে,
সেভাবেই অদৃশ্য হলে কয়েক বসন্ত।
অতঃপর আমার অক্রমিক যত অ'কবিতার পঙক্তিমালায়,
সুদৃঢ়ভাবে খোঁজে নিলে তোমার সরব উপস্থিতি।
ও ভিনদেশী মানবী বলছি তোমায় শোন,
এখনো অভ্রের নীলাভ জংশনে একটি নক্ষত্র ঠাঁই জ্বলে রয়।
প্রশ্ন করো এবার নিজেকে অন্তীম ঐ দূরত্ব ভেদ করে,
পাবে আমায় আপতিক পরিযায়ী রূপে তোমার আত্মার পরতে পরতে।


রচনাকাল-
খরুলিয়া, কক্ִসবাজার।
2014.Sep.02_12.30.রজনী।