নির্মীতব্য বিচ্ছেদের চিত্রপটে স্পষ্ট আঁকা আছে,
কতকাল আচ্ছন্ন রবে দুজনার ছায়া দূরত্বের জালে।
অসংলগ্ন যাতনার অসীম সীমানা ছিটকে,
সহসায় ভূমিষ্ঠ হয় বেদনার অজস্র কালচে স্রোত।
আজি অভিলাষ বিভোর রজনীর প্রান্তে হতে ঘোর বিদ্রোহ উঠে,
প্রচ্ছন্ন প্রশ্বাসে প্রতিধ্বনিত হয় প্রতিবাদের প্রলাপ।
সে নিষ্ঠুর চিত্রপট ভেদে নেমে আসুক মিলনের মহাকাল,
ফেলে আসা জাগতিক নিয়ম ভেঙ্গে ফের মিলিত হোক অতৃপ্ত পুষ্পদ্বয়।


রচনাকাল -
বাহারছড়া, কক্ִসবাজার।
2014·Nov·03_06·30·সায়াহ্ন।