ব্রোঞ্জ কেটে কেটে
কঠিনতা ভেদ করে
যুগ থেক শতাব্দি অবধি
প্রচ্ছন্ন বর্ত্মায় যাপন করে
তন্ন তন্ন করে হন্য হয়ে
খুঁজে এনেছি
ধরণীর অতল গহীন থেকে
ঊনষাটটি বিরাতের অন্তহীন প্রেমপুষ্প


প্রিয়তা তবে এবার নিশ্ছিদ্রতায় আঁকো,
বিরামহীন সে ভালোবার অনিরুদ্ধ কামনাপত্র।
আমি নীরব নিকষ রজনীর নির্বাক বিনিদ্রতায়,
স্বমহীমায় জড়িয়ে নিবো তোমায় অতৃপ্ত আত্মার পরতে পরতে।


রচনাকাল -
খরুলিয়া, কক্ִসবাজার।
2014·Sep·21_02·10·রজনী।