একদিন পাললিক যত স্বপ্নরা জাগ্রত হবে,
বিরাতের নিত্য খোলা থাকা পশ্চিমা জানলাটাও বন্ধ হবে জানি।
আসা যাওয়া আর বিনাশ গড়া এর মাঝেই ধরণী স্থবির,
বিচ্ছিন্ন অনেক জনমুখ আসে আবার অবেলায় সব হারিয়েও যায়।
আমার বিরাতের ডাহুকটাও অনেক দিন যাবৎ নিশ্চিহ্ন,
ভয় হয়, বড্ড এক ভয়, এই ভেবে যে; আসন্ন শীতে পাবো'তো তাকে।
ধূমিকার নিটোল আস্তরণে যে সরব ডেকে চালাতো এক আপন সুর,
যে সুরে মাতোয়ারা হত আমার মত অসংখ্য পরবাসী হৃৎপিন্ড।
আজ তব বলি হে মোর চিত্ত বনের অপরূপা চিত্রা হরিণী,
তুমি ফের এসো পাললিক স্বপ্ন; পশ্চিমা জানলা; আসা যাওয়া, বিনাশ গড়া; বিচ্ছিন্ন জনমুখ কিংবা বিরাতের সে ডাহুক হয়ে।
আমি প্রতীক্ষায়…


রচনাকাল -
খরুলিয়া, কক্ִসবাজার।
2014·Sep·09_03·50·রজনী।