প্রিয়তমা অন্নপূর্ণা …
আগুন ঝরা ফাগুনের সন্ধ্যায় ভাবছি তোমায়  আনমনে


পশ্চিমের জানলায় দৃষ্টি আমার অন্তহীন অন্তীম দিগন্ত ছুঁয়েছে


নিসর্গের ডাক স্পষ্টই  ধাবমান নিখাদ নিশির পানে


কিছু স্মৃতি জড়ো হয়েছে মনের কোণায় অজান্তে তোমায় ভেবে


বিশ্বাস করো তুমি,
এই মুহূর্তে নিষ্ঠুর এক লেলিহান শিখার মধ্য দিয়ে যাচ্ছি আমি


বিবর্ণ ঝরা পাতায় আশ্রিত নিজের বিস্মৃতিগুলি স্পর্শ করে যাই বারবার


জীবন বৃক্ষের শাখা প্রশাখায় হাজারও বেদনার বসতি


অন্নপূর্ণা তুমি কেমন আছো ??
গোধূলির শেষ প্রভায় তোমায় ভিষণ্ণ লেগেছে  …
প্রতিচ্ছবিতে মলিন রঙের ছাপ ঘিরে ধরেছিলো তোমায় শুন্যতায়


অন্নপূর্ণা, শোন তোমায় বলছি ...
শেষ বিকেলের মেয়েদের এভাবে বিষণ্ণ থাকতে নেই
...


রচনাকাল …
০৩-০৪-২০১৩
৮ pm