আকাঙ্ক্ষার অসমতল ভাঁজ খুলে দেখি বিস্ময়ে;
প্রেমে টইটুম্বুর ঠাসা হয়ে আছে হৃদয় পিঞ্জর।
নির্মল নিশ্চুপতা তার, দীর্ঘায়িত করছে আরও;
প্রতীক্ষার বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসের আকুলতা।
আমার নিদারুণ সংস্পর্শে যেন নিরুত্তাপ হয়ে উঠলো;
তার একেকটি লস্যাময়ী কামনার বিভোর করা মাংসপিন্ড।
চিত্তের অনন্ত পসরায় আপ্লুত প্রত্যাশার দাবানল;
ঘিরে আছে এক তীব্র দাহনের প্রজ্জ্বলিত অগ্নিদেহ।
আমার নির্লিপ্ত প্রতিমা হয়ে সে অবলীলায় উন্মুক্ত করেছে সব;
তার অবিন্যস্ত চুল এলোমেলো চুড়ি আর অগোচালো বস্ত্র, সব সবই মাতাল করছে চৌচির এক মননকে।


রচনাকাল -
পাহাড়তলি, কক্ִসবাজার।
2014.Oct.28_02.50.রজনী।