নিকষ নীরদে পূর্ণ অম্বর,
তবুও সাদৃশ্য পূর্ণ শশী।
এখানে অজস্র স্বপ্নের ফেরিওয়ালা থাকে,
মাঝে মাঝে আবার খসেও পড়ে রাত বিরাতে কিছু স্বপ্ন।
আজ বসেছে স্বপ্নের ছলনার নিশ্ছিদ্র হাট বাজার,
সরগরম বেচা কেনায় ধুম পড়েছে চাকচিক্যতায়।
প্রতিনিয়ত বাড়ছে তীব্র লালসার নির্লজ্জ জোচ্ছুরি,
শত রমণী দৃশ্যত হয় প্রেতাত্মার বিচিত্র অবয়বে।
ধারহীন কামনার অন্তড়ালে জমে উঠে লেনাদেনা,
ব্যতিগ্রস্থ অবোধ তৃপ্তির মাতম পড়ে দর কষাকষির।
বিলীন নৈতিকতার মূল্যবোধ ঢুকরে কাঁদে তাকিয়ে,
বিলুপ্ত শৃঙ্খলার হৃৎপিন্ড বিখন্ডিত হয় সহসায়।
একদিন মৃত্যু আসবে ধরণীর অবধারিত ক্ষণে,
বিধ্বস্ত সমাজ রাষ্ট্র তাতে নিপাত যাবে অবলীলায়।
সেদিন বিশ্ব ব্রহ্মাণ্ড হয়ে যাবে অকুল পাথার,
থৈ থৈ কৃতকর্মের জলস্রোতে শ্বাসরুদ্ধ হবে সমস্ত চেতনা।
তখন আর কোন ফেরিওয়ালা ফিরবেনা মধ্য নিশীর অলিগলিতে,
যখন নির্জীব এই ধরা পৌঁছে যাবে আপন ঠিকানায়।


রচনাকাল -
লালদীঘি, কক্ִসবাজার।
2014·Nov·01_02·30·রজনী।