তোমার দ্রোহী ইতিহাস শ্রবণে,
স্বয়ং জল জননী সমুদ্র থমকে গেলো।
আমার টিমটিমে লণ্ঠনের জীর্ণ জাহাজ,
বিকল হয়ে এখন জ্যোৎস্নাস্নাত কোন জলবক্ষে বন্দি।
প্রিয়তা,
তোমার প্রেম সবিনয়ে জলপ্রপাতে সমর্পন করো,
আমি মুক্ত হবো।


'দাড়িওয়ালা মহীরূহ'