না নেই,
একটুও নেই,
শেষ দেখার কোন চিহ্নই নেই,
এমনকি একটি সুক্ষ রেখাও নেই,
সম্পূর্ণ আলাপন রক্ত দিয়ে মুছে নিশ্চিহ্ন করেই দূরের পথে মোড় নিয়েছি।


এই অবেলায় যাওয়ার সে একটাই কারণ,
ঐ যে দিক বিদিকের খেলায় মত্ত হয়ে গুপ্ত ফাঁক দিয়ে নিষ্ঠুর শুণ্যতার অনুপ্রবেশ এবং তা ক্ষয়ে ক্ষয়ে বিচরণ করেছিল নিশ্চুপতায় দৃষ্টির অগোচরে।


ঠিকাবিহীন গন্তব্যের ছেড়া পাল যখন পূবনের তেজে পতপত করে উড়ে,
ঠিক তখনই তার অবশিষ্ট অস্তিত্ব ক্রমে ক্রমে বিদীর্ণতায় খন্ড বিখন্ড হয়ে যায়।


পাঁজর ভেঙ্গে আজ টুকরা টুকরায় পরিণত,
যার এপাশ ওপাশ থেকে পরিস্কার দেখা যায় সূর্যের অতি বেগুনি কিরণও।


তাই আমি আজ দিক হারিয়ে পথ হারায়,
অন্ধ দিশেহারা।


পেয়েছো কি তোমার হাজারও প্রশ্নের উত্তর ??


নতুন করে আবার প্রশ্ন ছুড়ো না যে,
হাজারও প্রশ্নের একটি উত্তর হয় কি করে ??


হ্যাঁ হয়,
যেভাবে হয়েছে এটি,
শুধু দরকার ভিতরের দৃষ্টি দিয়ে পড়ার,
মন দিয়ে বুঝার,
হৃদয় দিয়ে অনুভব করার।


আমায় আর জর্জরিত করোনা তোমার ঐ প্রশ্নের ধনুকের তীরে ---
...


রচনাকাল …
২৭-০১-২০১৩
১১ pm