অনন্ত বিষাদ চাই—
যে বিষাদে পুড়েছে,
চিত্তের সব'টা অনাগত স্বপ্ন।।


অনন্ত বিরহ চাই—
যে বিরহে ডুবেছে,
তিমিরের অস্পর্শী যত কামনার বর্ণীল মোহ।।


অনন্ত বিচ্ছেদ চাই—
যে বিচ্ছদে বিদীর্ণ হয়েছে,
ভূমিষ্ঠহীন অসংখ্য নিকটে আসার গল্প।।


অনন্ত নিস্তব্ধতা চাই—
যে নীরবতাই মলিন হয়েছে,
সদ্য ফোঁটা প্রেম পুষ্পের মুকুল।।


অনন্ত ধ্বংসলীলা চাই—
যে চূর্ণ বিচূর্ণতায় অস্তিত্বহীন হয়েছে,
একান্ত প্রত্যাশার নির্মল সব চাওয়া আর পাওয়ার অধিকার।।


খরুলিয়া, কক্ִসবাজার।
2014·Jun·01_03·30·রজনী।