অশ্লীল বারুদের নিরুত্তাপ দাবানলে,
ঝলসে গেছে সভ্যতা,
উলঙ্গপনার নিকৃষ্ট গণজোয়ারে প্লাবিত,
বিবেক থেকে মস্তিষ্ক।
বেহায়াপনার নিষ্ঠুর বুলেটে,
বিদ্ধ মানবকুল,
রক্তাক্ত ক্ষত বিক্ষত নির্মম,
সুস্থ যত চিত্তের পসরা।
নীরব নিস্তব্ধ নিস্তেজ,
ইতিহাসের স্বর্ণ খচিত পৃষ্ঠামালা,
হিংস্র এক প্রাচীরে অবরুদ্ধ,
সেসবের অক্ষরমালা।
যুগের অবৈধ হাওয়ার রন্ধ্রে রন্ধ্রে,
ক্রমাগত লাশের মৃত চিৎকার,
বাকরুদ্ধ নির্বাক মানবতা,
আধুনিকতার পায়ে পিষ্ট হয়ে নিষ্পেসিত।
দৃঢ় গোঁঢ়ামির উৎপত্তিস্থল তবে,
নিমিষেই বিধ্বস্ত হোক,
পরিত্রাণে ফের সুবিমলে পরিষ্ফুটিত হোক,
বিপ্লবি কণ্ঠের সুপ্ত পুষ্পের মুকুল।


রচনাকাল -
খরুলিয়া, কক্ִসবাজার।
2014·Dec·09_07·00·সন্ধ্যা।