সভ্যতার আধুনিক সংস্করণেও স্পষ্ট আমার নেত্রপাত হয়,
হৃদয় ক্রন্দিত জলে নিরীহ মানবের রক্তের মিছিল।


তাই আজও আমি ঘোর বিদ্রোহে অস্বীকার করি,
সে জারজ সভ্যতার হিংস্র আধুনিকতাকে।


সেজন্য আমি এই পিশাচী সমাজে অস্বীকৃতিপ্রাপ্ত,
অসমাজিক, মূর্খ উপাধিপ্রাপ্ত।


তাইতো আমি নিজেই নিজের সংজ্ঞা রচেছি,
এঁকেছি স্বমহিমায় আপতিক পরিযায়ী রূপে নিজেকে।


রচনাকাল -
খরুলিয়া, কক্ִসবাজার।
2014:Jun:21_03:30:অপরাহ্ন।