পিচঢালা পথের পরিত্যক্ত ফুটফুটে ক্যাকটাস।
যেন দিবার মধ্য যৌবনে ফ্যালফ্যালিয়ে চেয়ে আছে,
অস্তমিত রবির পরিণতির দিকে।
হে ডাঁশা উদ্ভিদ,
তোমার তৃণাবৃত বক্ষের পৃষ্ঠা পেতে দাও,
আমিও তোমার সঙ্গী হবো।
বিস্তৃত দুঃস্বপ্নের ফেরীতে প্রবাহমান এখন আমি।
উদ্ভাসিত রণাঙ্গনে, শৌর্য বীর্যে অসংখ্য কাঙ্গালীনির ভিড়ে,
আমি এক কাঙ্গাল।
এবার তবে পাল তুলে নোঙর খুলে দাও,
ইতিহাস বিদ্ধ সদ্য অবমুক্ত জাহাজ এর।
এখন সমূলে বহর ফেরার যাত্রা।
.     .      .