নিভৃত বাতাবরণে তুমি হেঁটে গেছো একা,
তোমার টোল পড়া গালের লাল ঠোঁট এঁকে গেছে তা।


বিমুগ্ধতার তীব্র চাহনীতে দৃষ্টি নুঁইয়ে পড়েছে যেথায়,
পড়ে আছে মৃদু মৃদু তোমার পদচ্ছাপ সেথায়।


গগণের মেঘপুঞ্জীর অস্পষ্ট ছায়া বিঁধেছে,
নিসর্গের সেই পাললিক পদাঙ্কের রুপালী পৃষ্ঠে …