অগণন বিরাত প্রলাপের সুরে
কেটে গেছে জ্যোৎস্নামালা,
সাদৃশ্য অস্পর্শী সে বক্ষ
মিলে গেছে নিশীর পেখমে।
কামনার অজস্র খুনি পোকা
ক্ষুধার্তে তন্দ্রা ছিড়ছে,
প্রত্যাশার প্রজ্বলিত শিখা
নিষ্প্রাণ হচ্ছে ক্রমশঃ।
অচিন পর্বতে সুরের প্লাবন উঠে
সুললিত ঝংকারে বিষাদের আয়োজন,
সমাগম সদ্য মৃত প্রতীক্ষার লাশ
বিস্মৃতির মর্মতলে রচিত হয় সমাধি।
পথিকের ক্ষুরচ্ছাপ মিলে যায়
গগণের বেওয়ারিশ মেঘের পরতে,
ক্ষীণ দৃষ্টির চাহনী মিশে যায়
অতৃপ্তের বিমূর্ত বর্ষণ ধারায়।
শত কয়েক যুগের আবর্তনে
সেই প্রলাপের বিবর্তন ঘটে,
নব দিগন্তের জন্ম হয় অতঃপর
অস্তিত্ব লিখিত হয় কোন নতুন সভ্যতার।


রচনাকাল -
খরুলিয়া, কক্ִসবাজার।
2013·Aug·19_02·10·রজনী।