তোমার নাম ভেংয়ে বেরিয়ে আসছে, শয় শয় শামুকের সজ্জিত বহর।
উন্মোচিত ঢেউতে নেই, তোমার অবয়বের প্রতিচ্ছবি।
আমার অগণন মোহের শাদা পৃষ্ঠা, জলাঞ্জল দিয়েছে নিভৃতে।
তিমি আর হাঙ্গরের গোলক ফসকে চিত্রায়িত হচ্ছে, আমাদের অতীত প্রেমালাপ।
অতি ক্ষুদ্র শৈবালের আঁটিমালা ভাসছে, সমুদ্রের অতল পাদদেশে।
জৌলুসপূর্ণ বালিকণায় ক্রমশ ডুবে যাচ্ছে, ক্ষত বিক্ষত মুমূর্ষ বিস্মৃতি।
গর্জন সজ্জিত প্রলয়ি ঢেউতে চূর্ণ হচ্ছে, ইতিহাসের প্রামাণাদী।
আগমনের পদাঙ্ক ছুঁয়ে ফিরছে যত, অতৃপ্ত প্রত্যাশার দল।
বিদায়ের নিকষ আবেশের পথ ধরে ক্রমশই,
বেলাভূমির অদূরে মিশে যায় এক পথিক।
.      .      .