সদ্য কবিতার হৃৎপিন্ড কেটে,
অসীম নৈঃশব্দতা এনেছি।
সাহিত্যের অদৃষ্ট লুকোচুরিতে,
সারি সারি কবিতার মৃত আত্মার লাশ।
কাব্যের ক্ষুধার্ত সংযোজনেও,
দেইনি বাক্যের অনন্ত মিলন সুধা।
তোমার অস্তিত্ব চিড়ে বেরিয়েছে,
শত শত কবিতার নির্মল পঙক্তিমালা।
সেভাবেই ধূসর এক পান্ডুলিপির,
অকাল প্রস্থানে অপরাধী কে, তা অশনাক্ত।
.     .     .