কদলী পত্রে থরে থরে সাঁজিয়েছো নির্ভুল;
এক এক করে বিগত প্রেমের সব'কটা ভুল।
তন্মধ্যে উপসংহারে যুক্ত আছে;
দু'জনার জ্যোৎস্না দেখা সেসব রাত্রিও।
আমি বিস্ময়ে সমস্ত আনুষ্ঠানিকতা;
নির্মোহ চাহনীতে পড়তে থাকি।
আর তুমি আমার নিঃশব্দি উপস্থাপনে;
কুড়িয়ে নিচ্ছো যত বিরহের বিষাদি নীরদপুঞ্জী।
ততক্ষণে সন্ধ্যা তার শৈশব ছাড়িয়ে;
গাঢ় রাত্রিতে যাত্রার আয়োজন সম্পন্ন করে।
অতঃপর আমরা মুখোমুখি হচ্ছি ক্রমশই;
নীরব নিভৃত বিরাতের শূণ্যতায় সামনাসামনি দু'জনই ।
ক্রমান্বয়ে খুঁজে নিলাম আমি তোমায়;
অতীত সব বিস্মৃতি ছুড়ে তুমিও সহসায় জড়ালে আমাতে।
একদিন পরবর্তী প্রজন্মরা জানবে সে ইতিহাস;
আর তখনও সভ্যতার পাঁজরে আঁকা রবে ঐসব কদলী পত্র।


রচনাকাল -
খরুলিয়া, কক্ִসবাজার।
2014·Oct·20_01·30·রজনী।