দূর অরণ্যে পথ ধরে তুমি হেঁটে গেছো;
আলো আঁধারির নিভৃত গন্তব্যের ক্রমশই গহীনে।
আমার নীরব অবিরাম সে বিলাপ হয়নি কর্ণপাত তোমার;
নিশ্চিন্তে কাটা ঘুড়ির মত তুমি ব্যস্ত ছিলে প্রস্থানে।


তবে আর কতটুক গিয়েছো ছেড়ে হৃদয়ের মাস্তুল,
আজ দ্যাখো ঠিকই অনুনয়ে ধরা দিয়েছো বিনয়ে।
আমার বিধ্বস্ত যত চেতনার মহীরূহ চুপষে আছে,
প্রেয়সী, সবটাকে আজ শীতল স্পর্শে পুণঃজাগ্রত করো স্বচিত্তে।


সমগ্র ব্রহ্মাণ্ড তবে প্রকঁম্পিত হোক অভয়ে,
দুজনার অসীম বিস্তৃত বিস্তীর্ণ প্রেমের ঝংকারে।


রচনাকাল -
খরুলিয়া, কক্ִসবাজার।
2014·Dec·19_01·55·রজনী।