প্রাচীন পরিত্যক্ত সম্রাজ্যের প্রাচীর হতে,
উঠে আসছে বিরাতের শত সহস্র ঘোর অমানিশা।
বিকল করোটি থেকে অতীতের চিত্রপট দর্পণ হয়,
ফেলে আসা অজস্র যত রক্তস্নাত বিস্মৃতির স্মৃতিসম্ভার।
পাল্টে গ্যাছে আজ সে রাজ্যের সমগ্র সভ্যতার সু-চিহ্ন,
অধিকৃত সমস্ত প্রদেশের সীমানাও নিশ্চিহ্ন।
চিত্ত নিবিড়ে সুপ্ত যত প্রত্যাশার বীজ আছে,
তাদের হৃৎস্পন্দনে অন্ধকার সংমিশ্রিত সজলসমুদ্র।
পরাজয়ের প্রতিচ্ছবি এঁকে হাহাকার ঘনীভূত হয়,
হৃদয়তটে মঞ্চস্থ হয় তীব্র যাতনার সর্বস্বান্ত আর্তনাদ।
নীলাভ বেদনার সফল লড়াই শেষে লুট হয় একে একে,
লালিত স্বপ্নের সবুজ অরণ্য ও স্নিগ্ধ তৃণভূমি।
লুটেরা বিষাদরা ফিরে যায় বীরত্বের খড়ম বাঁজিয়ে,
আর অঙ্কুরেই শোচনীয় পর্যায় ঘটে একটি আত্মার।


রচনাকাল -
খরুলিয়া, কক্ִসবাজার।
2014.Nov.09_01.40.রজনী।