জানতাম বিরাত কেবল আমাকেই ফাঁকি দেয়,
অবিচ্ছেদ্য পরম মমতায়, যে নিত্য সহচর হয় আমার।
কিন্তু আজকাল দেখি প্রকৃতি পাল্টেছে,
বদলিয়েছে তার বাহ্যিকতা।


হ্যাঁ,
আমি তোমাকেই দেখছি আর অনুভব করছি যে;
অমীমাংসিত শত ভুল পদাঙ্ক অস্বীকার করে সদ্য নিসর্গও অস্তিত্ব গড়ে।
তবে এই চলতি মহাকাল অদৃশ্য এক সাক্ষী হোক,
রজনী চিড়ে নেমে আসা তোমার অব্যক্ত বিনিদ্রের।
.     .     .