তবে কি শুকিয়ে গেছে ভ্রষ্ট লোকালয়ে,
নোনাজলের বিমলা স্রোতধারারা ফ্যাকাসে ছাপ।
নক্ষত্রের পাঁজর চিড়ে শনাক্ত করো যত ভুলগুলো,
বিস্মৃতির গহীনে গড়ে তোলো নিষ্ঠুরতার বেষ্টণী।
কেবল শুধু এতটুকুই মনে রেখো,
নীল মানব এখনো বিরাত জাগে বিনিদ্র সহসায়।
.     .     .