একদিন বৃষ্টির সমস্ত জল মুছে যাবে,
নির্জলার অতৃপ্ত হাহাকারে চুরমার হবে ভূ-পৃষ্ঠ।
যখন আসন্ন প্রলয় নিশ্চিত ভাবে তেড়ে আসবে,
তখন যাবতীয় সংরক্ষিত অর্থ বিত্ত ধ্বংস হবে।
ক্রমাগত সে চূড়ান্ত নীরিক্ষার প্রস্তুতি আবশ্যক,
ধরণীর ক্ষয় যে শেষ প্রান্তে উপনিত আজ।
দেহ হতে আত্মা যবে অবলীলায় খোলস চিলে বেরিয়ে আসবে,
তবে নির্লিপ্ত চিত্ত করুণ আর্তনাদে প্রকম্পিত করবে প্রাঙ্গন।
বহর সর্বস্ব সজ্জিত হবে নির্দ্বিধায় নিঃশর্তে,
রণক্ষেত্রে খচিত হবে পরম গোলামির একান্ত স্বাক্ষরে।
সময়ের দামামা বেঁজে যাবে নির্দিষ্ট লক্ষ্যের প্রান্তে,
তখন জালিম পিশাচি হায়েনার দলের দ্বিখন্ডিত হবে শীর অবধারিত।


রচনাকাল -
খরুলিয়া, কক্ִসবাজার।
2014·Dec·31_02·20·মধ্যাহ্ন।