নির্ঘুম অঝোর বৃষ্টি,
স্বাক্ষর আঁকে শ্রাবণের।
বিনিদ্রতার সাথে হানা দেয়,
বিস্মৃতির অবচেতন বর্ষাধারাও।
ধরণী তুমি আর কতকাল শ্রাবণ রবে,
ঝরাবে আর কত বলো ধ্রুপদী প্রেমের ইতিহাস।
খুন হওয়া প্রতি রাত্রির এই লাশ কার?
অপরাধীর নির্মম হত্যাযজ্ঞের খোলসে কে আবৃত?
প্রশ্ন তোমার কাছে…