আচমকা বিকট এক শব্দে ভেঙ্গে গেলো তোমার নাম,
ক্রমে ক্রমে বেরিয়ে আসলো যত প্রত্নতাত্তিক কালের মহাসাক্ষ্য।
নির্বাক রজনীর উপর তুমি নিশ্চিহ্ন হলে,
অস্তিত্ব ক্রমাগত মিলিয়ে গেলো মুহূর্তেই।
অতঃপর সমুদ্রগুপ্তে ফের সওয়ারী হলাম আমি গভীর আরও গহীনে…