একদিন ঐ দলছুট মেঘ এসে
পথ রুদ্ধ করেছিলো,
বলেছিলো বলতে যাযাবরতার সংজ্ঞা।
তারপর থেকেই আমি নিস্তব্ধ চিত্তে পাড়ি দিয়েছি,
অসীম অনন্ত একাকী দীর্ঘ পথ।
বিরাতের অমানিশার বক্ষ চিড়েও গিয়েছি,
সংজ্ঞাহীন অসংখ্য দলছুট মেঘপুঞ্জীর বহরে।


প্রিয়তা,
জানি সমুদ্র তীরবর্তী কখনো মেঘ ও মেঘাচ্ছন্ন আকাশ দেখোনি তুমি।
তাই নিরুত্তরেই নিশুতির অভ্র থেকে নেমে আসা তন্দ্রার আবহে পরিশেষে নিজেকে গুটিয়ে নিলে,
ঠিক যেমন শামুক গুটিয়ে নেয় নিজেকে।


রচনাকাল -
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
2012·Apr·20_09·30· সকাল।