যে তুমি ক্রমশই, প্রার্থনায় আর্তনাদে করুণাব্রত হয়ে থাকতে আমার;
সে তোমার চোখের কোণায়, ঐ অদৃশ্য অশ্রুঞ্জলী কিছুতে মানায়না প্রিয়তা।
তোমার একরুখা নিজেকে নিজের, নির্মম তিরষ্কার আর অমানবিক বহিষ্কারাদেশ;
কোন বিষণ্ণ বীণার মরমী সুর হয়ে, বাঁজে আমার হৃদয়ওতটে অবিশ্রাম, অবিরাম।
প্রজ্জ্বলিত তেজদীপ্ত কোন অগ্নেয়গিরিকে যেমন, পারা যায়না নিস্তেজে শীতল করতে কোনক্রমেই;
তেমনি অখন্ডিত কিছু দৃষ্টিগোচরহীন স্মৃতি, যায়না মুছে চিত্তের অনন্ত পসরা হতে কখনোই।
তোমার বীভৎস যত বিষ ঢাকার, নিদারুণ মিথ্যে প্ররোচনায় অভিনীত অভিনয়;
একদা ঠিকই প্রখরিত ইতিহাসের পথ ধরে, মহিমান্বিত হয়ে জাগ্রত হবে অবলীলায়।
চলন্তিকা এই অপরাহ্নের আজও সেই একটি বিমূঢ় জিজ্ঞাসা, তোমার অকঠিন চেতনার প্রান্তরে;
যে জিজ্ঞাসাটি ছিলো আমাদের শেষ প্রহরের, সবচে আলোচিত ও মর্মান্তিক ক্ষণের প্রাসঙ্গিকতা।


রচনাকাল -
খরুলিয়া, কক্ִসবাজার।
2014·Nov·05_04·30· অপরাহ্ন।