চিত্তের নিকষ অন্দরের প্রান্তরে,
একাকীত্বের তীব্র কিরণ জ্বেলে দেখি একান্তে,
প্রিয়তা তুমি স্বচিত্তে জড়িয়ে মিশে আছো স্নিগ্ধতায়,
নিবিড় আবহে আমার আত্মার পরতে পরতে নিশ্ছিদ্রতায়।


তবুও কি প্রিয়তা,
পিশাচী হিংস্রতায় অভয়ে অস্বীকৃতি জানাবে নিষ্ঠুরতায়,
আমার চিত্ত অম্বরে নেই কোন তোমার স্বর্ণ সিংহাসন?


15.Jan.05_2.00. রজনী।