ডাকযোগে খবর এসেছে।
তুমি প্রজ্জ্বলিত সূর্য করের আবহে মিশে আছো।


আমার লাল খাম, সবুজ খাম আর হলুদ খামটাও নাকি পেয়েছো শুনেছি।
কই প্রতিউত্তরতো পেলামনা আজও অবধি।
তবে শেষ খামটি পাঠালাম আজ,
পড়ে নিও কোন অবেলায় অযত্নে।


আমার চূড়ান্ত খামটি এবার বিষাক্ত বিষাদি,
তাই সেজন্য খামটির রঙ হয়েছে নীল।
শুনেছি বেদনা রঙ নাকি নীল হয়।
তুমিও বলতে এই কথা।


কি জানি!
হবে তাই হয়ত এবার লাল, সবুজ আর হলুদের পর আসছে তোমাতে,
নীল খাম।


হ্যাঁ,
প্রেরকের স্থলে একটু ভিন্নতা আনার প্রয়োজনবোধ করেছি,
তাই প্রেরকে লিখেছি;
ভালোবাসি, ভালোবাসি।


পড়ে নিও,
তবে যেন নীল খামটির প্রতিউত্তর কখনো না আসে।


রচনাকাল -
খরুলিয়া, কক্ִসবাজার।
2015J·an·01_03·20· রজনী।